মালেশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে ২০ জন বাংলাদেশি রয়েছেন।
গত ২৮ মে জোহরের মুয়ার শাখার এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল লোহার কারখানা এবং মুয়ারের আশপাশের বেশ কয়েকটি হটস্পটসহ ১১টি জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে থাইল্যান্ডের ১৪ জন পুরুষ ও ৩ জন নারী, বাংলাদেশের ২০ জন পুরুষ, চীনের ৩ জন পুরুষ এবং ইন্দোনেশিয়ার একজন নারী। আটক প্রত্যেকের বয়স ১৫ থেকে ৪৬ বছরের মধ্যে।
জোহর রাজ্য অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জল বিন শামসুদীন বুধবার (২৯ মে) এক বিবৃতিতে বলেছেন, জোহর রাজ্যের অভিবাসন বিভাগ প্রত্যন্ত অঞ্চলে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবিলায় প্রচেষ্টা জোরদার করতে থাকবে।
পরিচালক বলেন, যারা এখনও বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট পারমিট ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগ করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post