সেলিব্রেটিবিডি
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। ৪৪ বছর বয়সেও যার সৌন্দর্যের কাছে হিমশিম খায় হিন্দি ছবির দর্শক। দীর্ঘ ক্যারিয়ারে এই বিশ্ব সুন্দরী মাথায় পড়েছেন সাফল্যের অনেক মুকুট। আর তাকেই কি-না ‘প্লাস্টিক সৌন্দর্য’ বলে মন্তব্য করেছেন আরেক বলিউড তারকা ইমরান হাশমি।
বলিউড প্রযোজক করণ যোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানটিতে এমন মন্তব্য করেছিলেন ইমরান হাশমি। আর সে নিয়ে বেশ হৈ চৈ পড়ে যায়। এবার এই বিষয়ে নিজেই মুখ খুললেন ঐশ্বরিয়া। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ‘দেবদাস’র পার্বতী জানিয়েছেন, ‘বিষয়টা পুরোটাই ব্যক্তিগত।’
তিনি আরও বলেন, ‘বিষয়টির সত্য-মিথ্যা সময় যাচাই করে দেবে। আপনারাও তা জানতে পারবেন। সৃষ্টিকর্তা আমার প্রতি বেশ মেহেরবান। অনেকের শারীরিক গঠন সুন্দর। তারপরও তারা বাড়তি কিছু করে থাকেন। সেই বাড়তি কিছু করার বিষয়টি নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে সেটিও ব্যক্তি বিশেষের পছন্দের ওপর নির্ভর করে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। আর এর আগে জেনে নেওয়া উচিত এ কাজের ভালো-মন্দের দিকটিও।’
সরাসরি কিছু না বললেও বোঝা গেল, ইমরান হাশমির ওপর বেশ বিরক্ত অ্যাশ। কিছুটা ক্ষোভও প্রকাশ পেল তার কণ্ঠে।
Discussion about this post