বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত সর্বশেষ ছবি ‘তুমহারি সুলু’ মুক্তির পর বড় পর্দায় বিদ্যার কাজের কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। তবে এবার সেই খোঁজ না পাওয়ার কারণ জানালেন বিদ্যা নিজেই। জানিয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন ভারতের সাবেক নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে কাজ করার জন্য।
কয়েক মাস আগেই জানা গিয়েছিল বিদ্যার এই চরিত্রটিতে অভিনয় করার খবর। তবে নিশ্চিত ছিল না, চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ হবে ইন্দিরাকে নিয়ে। জানা গেল বিখ্যাত লেখিকা সাগরিকা ঘোষের লেখা ‘ইন্দিরা গান্ধীঃভারতের ক্ষমতাশালী প্রধানমন্ত্রী’ বইটি থেকে অনুপ্রানীত হয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ।
আর এই ওয়েব সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান। এই পরিকল্পনা সম্পর্কে বিদ্যা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম বইটি থেকে ছবি নির্মাণ করা হবে, কিন্তু পরবর্তীতে দর্শকদের চাহিদার ফলে সিনেমা আকারে না এনে সিরিজ আকারে বেশ কয়েকটি সিজনে এটি প্রকাশ করা হবে।’এই ওয়েব সিরিজটির প্রযোজনা করবেন রনি স্ক্রয়ালা। বইটি নিয়ে কিছু যাচাই বাছাই করা বাকি আছে , সেটা শেষ হলেই শুটিং শুরু হবে সিরিজটির।
সেলিব্রেটি বিডি
Discussion about this post