সপ্তাহ পেরুলেই কোরবানি ঈদ। তাই শোবিজ তারকাদের ব্যস্ততার শেষ মুহূর্ত চলছে। প্রতিবারের মতো এবার ঈদেও প্রতিটি চ্যানেলে রেকর্ড সংখ্যক নাটক প্রচার হওয়ার প্রস্তুতি চলছে। রোজার ঈদ থেকে কোরবানি ঈদ পর্যন্ত সময়টা কম হওয়ায় ছোটপর্দার তারকাদের একটা বাড়তি চাপ থাকে বরাবরের মতো। সেই ব্যস্ততায় রয়েছেন বর্তমানের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
এবার নাটকের ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের আগের দিন পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকবো। খুব বেশি নাটকে যে কাজ করছি এমনটা নয়। রোজার ঈদের পর থেকেই নিয়মিত কাজের চেয়ে ঈদের নাটকের ব্যস্ততা বেশি থাকে। কারণ কাজ কম হলেও তার চেয়ে সময় আরো বেশ কম হচ্ছে সময়। মাত্র দুমাসের মধ্যে সবাইকে নাটকগুলো নির্মাণ করতে হয়। যদিও অনেকে আগে বেশকিছু নাটক তৈরি করে রাখেন। তবুও এরমধ্যে চাপটা বেশি পড়ে।’
নাটকের চরিত্রে ক্ষেত্রে নিজের পছন্দে জায়গাটা কেমন থাকে তার? তিশা বলেন, ‘অবশ্যই এমন কোনো চরিত্র আমি পেতে চাই যা আগে করা হয়নি। শুধু তাই নয়, আমার অভিনয় করার সুযোগ কতটুকু সেখানে রয়েছে এটিও গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এক সময় অভিনয় সখের বসে করলেও এখন আমি খুব মনোযোগ দিয়ে অভিনয় করছি। অনেককিছু এখনো শেখার রয়েছে। আমি প্রতিনিয়ত শিখছি।’
সম্প্রতি একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা গেছে তাকে। সঙ্গীতশিল্পী ইমরানের নতুন মিউজিক ভিডিওতে ছিলেন তিশা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রায় তিন বছর পর ইমরানের মিউজিক ভিডিওতে কাজ করলাম। বেশ ভালো সাড়া পেয়েছি। ভালো একটি কাজ হয়েছে এটি।’
Discussion about this post