ইতালির রাজধানী রোমের ভিক্টোরিয়া এলাকায় পুলিশের অভিযানে একটি অবৈধ মেসবাসা থেকে ‘অস্বাস্থ্যকর পরিবেশে’ বসবাসরত ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ফ্ল্যাট ও মেসের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নিয়ম অনুসারে তাদের নাম প্রকাশ করা হয়নি।
শনিবার স্থানীয় গণমাধ্যম পোসিতানো নোতিৎসিয়েতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কয়েক মাস ধরে বাংলাদেশি মালিকানাধীন ওই ফ্ল্যাটে অনেকে বসবাস করছিলেন। অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা ওই ফ্ল্যাট থেকে ‘দুর্গন্ধ’ বের হওয়ার বিষয়টি পুলিশকে জানালে তদন্ত শুরু হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃতরা একটি ছোট ফ্ল্যাটে গাদাগাদি করে বসবাস করছিলেন। ফ্ল্যাটে মাত্র তিনটি রুম ও একটি বাথরুম আছে। সেখানে প্রতিদিন ১০ ইউরো করে ভাড়া নেওয়া হতো।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বলছেন, “ফ্ল্যাটের অবস্থা নোংরা ও অস্বাস্থ্যকর। পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই, রান্নাঘর ও বাথরুমের অবস্থা শোচনীয়।”
রোম পুলিশ জানিয়েছে, অবৈধভাবে পরিচালিত এই মেসে থাকার জন্য বাসিন্দাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হতে পারে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত ও বৈধ নথি যাচাইয়ের জন্য প্রশাসনিক প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিভিন্ন কাজের খোঁজে রোমে এসেছিলেন।
রোম পুলিশের এক মুখপাত্র বলেন, “মানবিক দিক বিবেচনায় প্রথমে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের অবৈধ ও অমানবিক বাসস্থানের বিরুদ্ধে অভিযান নিয়মিত চালানো হবে।”
তবে বাংলাদেশি কমিউনিটি নেতারা বলছেন, রোম ও অন্যান্য বড় শহরে বাংলাদেশিদের জন্য ভাড়া এবং থাকার খরচ খুব বেশি। সীমিতসংখ্যক মালিকানাধীন ফ্ল্যাটের কারণে অনেকে এক ফ্ল্যাটে গাদাগাদি করে থাকতে বাধ্য হন।
তারা জানান, একজন মানুষের জন্য রোমে বাসা ও খাবারে মাসে প্রায় ৮০০ ইউরো খরচ হয়, যা অনেকের পক্ষে কঠিন।























