সেলিব্রেটিবিডি
বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। তার কণ্ঠে অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাক করেও পেয়েছেন জনপ্রিয়তা। নতুন প্রজন্মের শ্রোতাদের সঙ্গেও দারুণ মানিয়ে নিয়েছেন তিনি। তার গান মানেই তারুণ্যের আগ্রহের বিষয়। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও তাকে কেন্দ্র করে লগ্নি করছেন অর্থ।
আর শ্রোতাদের চাহিদার যোগান দিতে একের পর এক গান করে যাচ্ছেন আসিফ। সেই গান আসছে ভিডিও আকারে, লুফে নিচ্ছেন শ্রোতা-দর্শক। নানা গল্পের ছলে নির্মিত মিউজিক ভিডিওতে আসিফ নিজেই হাজির হচ্ছেন মডেল হিসেবে। তার সঙ্গে দেখা যাচ্ছে ছোট ও বড় পর্দার অনেক তারকা মডেল ও অভিনেত্রীদের।
ধারাবাহিকতায় এবার নিউ ভিশন বিডির ব্যনারে ‘ও কন্যা তোমারে’ নামের নতুন একটি গানের ভিডিওতে আসিফের বিপরীতে কাজ করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এর সুর ও সংগীত করেছেন তরুণ মুন্সী।
বুধবার বিএফডিসিতে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সৈকত নাসিরের পরিচালনায় এতে রোমান্টিক একটি গল্প উপস্থাপন করা হচ্ছে।
গানটি ঈদুল আজহায় এই মিউজিক ভিডিওটি নিউ ভিশন বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
নিউ ভিশন বিডি চ্যানেলে মিউজিক ভিডিও ছাড়াও খণ্ড নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তারকাদের নিয়ে সাজানো অনুষ্ঠানও নির্মিত হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।
Discussion about this post