সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে জুবায়ের আহসান (২৬), নিহাল পাল (২৫), মেহেদী হোসেন তমাল (২৪) এবং সুমন আহমদ(২৫) নামের ৪ ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। তারা সকলে জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাংপানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুবায়ের উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার পুত্র, নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল, নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার পুত্র মেহেদী এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার পুত্র সুমন।
জানা গেছে, নিহত চারজন রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর থেকে একটি প্রাইভেটকারে জাফলংয়ের উদ্দেশে রওনা হয়। পথে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ব্রিজের নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা প্রাইভেটকার থেকে তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
Discussion about this post