খুলনায় রাতে খাবার কিনতে বাড়ি থেকে বের হওয়া এক প্রবাসী যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সোহেল হাওলাদার (৪৫)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল হাওলাদার একই ইউনিয়নের রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে খাবার কিনতে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় নৈহাটি বাজারে যান সোহেল। সেখান থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে কয়েক যুবক তার গতিরোধ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল। গুলির শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে এলে পালিয়ে যায় হামলাকারীরা। সোহেলের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর সবুর খান বলেন, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্বৃত্তদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আটকে রাতেই অভিযান শুরু করেছে পুলিশ।




























