সেলিব্রেটিবিডি
জমকালো আয়োজন করে গেল মে মাসে বিয়ে করেছেন রাজ-শুভশ্রী। বিয়ের চার মাস পার হতে চললো। বিয়ের পর থেকেই এই দম্পতিকে নিয়ে বেড়েই চলেছে চর্চা। তাদের বিয়ের আগের প্রেম নিয়েও কম জল ঘোলা হয়নি। বিয়ের পরে অনেকে টিপ্পনি কেটেছেন ‘দেখি এই সংসার কয়দিন টেকে!’ এবার মিডিয়াতে ছড়িয়েছে শুভশ্রীর মা হওয়ার খবর। শুভশ্রী নাকি সন্তান সম্ভবা!
এর মাঝেই সুপারস্টার জিতের এক টুইটে বার্তায় তৈরি হয়েছিল বিরাট জল্পনা। তবে, সেই জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন শুভশ্রী নিজেই। শুভশ্রীর মা হওয়ার এই সংবাদে এবার ঘি ঢেলেছেন কলকাতার আরেক নায়ক বনি সেনগুপ্ত। বনি শুভশ্রীর এক টুইটার পোস্টে লেখেন, ধন্যবাদ বৌদি নাকি মাম্মি!
তবে বনির এমন কমেন্টের আলাদা অর্থ বের করা যায়। রাজের সঙ্গে বনির সম্পর্কটা কেমন সেটা সবার জানা। রাজ চক্রবর্তীর হাত ধরেই টলিউডে আগমন ঘটেছিল বনির। সেই কারণে ইন্ডাস্ট্রিতে রাজকেই বাবার মতো সম্মান দেন বনি। আর তার স্ত্রী হলেন শুভশ্রী। সেই কারণেই শুভশ্রীকে মা বলে সম্বধন করেছেন বনি।
Discussion about this post