চট্টগ্রামে ফ্লাইওভার থেকে বন্দুক ঠেকিয়ে এক প্রবাসী ও তার আত্মীয়কে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের কাঠগড় বাজারের উপরের অংশে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন—আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) এবং তার আত্মীয় মো. সোলেমান। তারা বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশায় করে ফিরছিলেন। পথে ফ্লাইওভারে অটোরিকশা থামিয়ে বন্দুক ঠেকিয়ে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।
প্রায় এক ঘণ্টা পর অক্সিজেন এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় প্রবাসী মুন্নাকে উদ্ধার করে স্বজনেরা। কিছু সময় পর তার সঙ্গী সোলেমানকেও খুঁজে পাওয়া যায়।
চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করে সিএনজি চালক বলেন, “ফ্লাইওভারের ওপর হঠাৎ একটি গাড়ি এসে আমাদের সামনে থামে। কয়েকজন অস্ত্রধারী নেমে এসে বন্দুক ঠেকিয়ে দুই যাত্রীকে জোর করে তুলে নিয়ে যায়।”
এসময় তাদের সঙ্গে থাকা লাগেজসহ অন্যান্য জিনিসপত্রও নিয়ে যায় অপহরণকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে মুন্না আবুধাবিতে ছিলেন। বাবার অসুস্থতার কারণে তিনি জরুরি ভিত্তিতে দেশে ফেরেন এবং বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ভুক্তভোগী দুইজনকেই উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে।”


























