বছরের শুরুতে দেশের অর্থনীতিতে দারুণ ভূমিকা রাখছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। জানুয়ারি মাসের প্রথম ১২ দিনে ৯১ কোটি ৫৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ১০ হাজার ৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।
রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের প্রথম ১২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৮ কোটি ১৮ লাখ ডলারের রেমিট্যান্স। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮২ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলার। এর আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স আসে ১৭০ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বাড়ে ২৯ কোটি ডলার।
গত বছর অর্থাৎ ২০২৩ সালে প্রবাসীরা দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন ২ হাজার ১৯২ কোটি ডলার। যা এর আগের বছর ২০২২ সালের চেয়ে ৬৩ কোটি ডলার বা ২ দশমিক ৮৭ শতাংশ বেশি। ওই বছর রেমিট্যান্স আসে ২ হাজার ১২৯ কোটি ডলার।
জেআই/আরটিভি অনলাইন
Discussion about this post