সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরে রেকর্ড ভেঙে বৃষ্টিপাত হয়েছে। যার ফলে দেশটিতে বন্যার সৃষ্টি হয়েছে। ১৯৪৯ সালের পর সর্বোচ্চ দেশটিতে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, বর্তমানে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। তবে এর মাঝে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। দেশটিতে আগামী সপ্তাহে ফের বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির (এনসিএম) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ এপ্রিল আকাশ মেঘলা থাকতে পারে। সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা কিছু কিছু এলাকায় তীব্র হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এনসিএম বলেছে আজ আবহাওয়া আদ্র থাকবে। বিশেষ করে উপকূলীয় এবং অভ্যন্তরীণ এলাকায়, কুয়াশা বা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাতাস হালকা থেকে মাঝারি হবে। উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হবে। গতিবেগ প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটারের মধ্যে থাকবে, মাঝে মাঝে ৩০ কিমি ঘন্টা পর্যন্ত পৌঁছাবে।
Discussion about this post