জাহেলিয়াতের ঘোর অমানিশাকালে মানবতা বিনাশি দানবের বর্বরতায় আরব ভুখণ্ডসহ তৎকালিন পুরো জগত যখন প্রায় ধ্বংসের দারপ্রান্তে তখন মানবতাকে রক্ষা করার জন্য, মানুষের মাঝে প্রীতিবন্ধন গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞায়, বিবাদমান সম্প্রদায়গুলোর মাঝে সখ্যতা ও সম্প্রীতিভাব গড়ে তোলার জন্য জগতের মানুষদের একত্ববাদ তথা সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্যই প্রিয় নবী হযরত রাসুলে আকরাম (ﷺ) এর শুভ আগমন ঘটে। তাঁর শৈশব কৈশর যৌবন পৌঢ়কাল অধ্যয়ন পূর্বক সামগ্রিক মুল্যায়ন ও বিশ্লেষনে যা অনুমিত হয়, তা হলো তিনি ছিলেন সত্যিকারের একজন মানবপ্রেমি, প্রীতি ও সম্প্রীতির সেরা আদর্শ মহামানব। বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (ﷺ) শৈশবের গন্ডিতে সর্বসাধারণের কাছে ‘আল-আমিন’ পরিচয়ে পরিচিত ও সমাদৃত ছিলেন।
গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বাদে এশা হতে শুরু হওয়া আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের বাস্তবায়নে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(ﷺ)উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তব্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তারা উপস্থিত শ্রোতাদের সম্মুখে এসব কথা তুলে ধরেন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনপিকেপি’র প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন এনপিকেপি’র অন্যতম সিনিয়ির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ ফরিদ এবং প্রধান আলোচক ছিলেন এনপিকেপি’র অন্যতম সিনিয়ির সদস্য ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম।
এনপিকেপি’র সিনিয়র সদস্য ও মাহফিল বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ হাসান উদ্দিনের সভাপতিত্বে ও পরিষদের মূখপাত্র এম. শাহেদ সরওয়ার ও সিনিয়র সদস্য কাজী মোহাম্মদ সোহেলের যোৗথ সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ ফারুক, এম. শাহেদ সরওয়ার। এর আগে মোহাম্মদ তামিম আল মারুফের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে পবিত্র হামদ ও নাতে রাসূল(ﷺ)পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ।
আমিরাতে দুবাইয়ে নদিমপুর গ্রামের প্রবাসীদের মিলন মেলায় এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ, মুজিব উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল হুদা, ওয়াজের নিজাম চৌধুরী, ঈসা চৌধুরী। পরিচলনা পরিষদের সদস্য শাহ আমান, জাহেদুল ইসলাম, মোজাহেরুল হক, আলতাফ উদ্দিন জনি, আব্বাস উদ্দিন, নুরউদ্দিন খান বাবর, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ মান্না (মানু), মোহাম্মদ সাহেদ, শাহজাহান চৌধুরী, ইমন খান, ফোরকান উদ্দিন চৌধুরী, মহসিন আলী খোকন, সাগর চৌধুরীসহ প্রমূখ।
হাফেজ মোহাম্মদ সাইফুল আলমের পরিচালনায় মিলাদ, ক্বীয়াম শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম।
Discussion about this post