সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জয়নাল আবেদীন নামে এক প্রবাসী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ের রাস আল খোর এলাকার আল জারুনি মোটর গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জয়নাল গ্যারেজে কাজ করা অবস্থায় অসতর্কতার কারণে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জয়নাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নম্বর ওয়ার্ডের সুজানগরের জসিম উদ্দিনের ছেলে। তার বয়স ২৯ বছর।
চার বছর আগে জয়নাল দুবাইয়ে পাড়ি জমান। দেড় মাস আগে বাংলাদেশে এসেছিলেন। দেশ থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন। এরমধ্যেই ঘটে গেল মর্মান্তিক এ ঘটনা। দেশে তার স্ত্রী, ৬ বছরের মেয়ে ও ৩ বছরের ছেলে রয়েছে।
তার মরদেহ বর্তমানে দুবাইয়ের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
Discussion about this post