পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকা প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তাঁর বাসায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলো– মো. কাওসার, আশিষ গাইন ও মো. শওকত আহমেদ রিপন। তাদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এসব তথ্য নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলার শ্যামকুর সীমান্ত এলাকা থেকে প্রথমে কাওসারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার টেকনিক্যাল মোড়–সংলগ্ন বস্তি থেকে শওকত ওরফে সোহাগকে গ্রেপ্তার করা হয়। শেষে পটুয়াখালীর কলাপাড়া শহর থেকে আশিষ গাইনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকায় এক আমেরিকাপ্রবাসীর বাসায় ডাকাতি করে অভিযুক্তরা। ওই বাসা থেকে যাওয়ার আগে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। ঘটনার পরদিন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়।
Discussion about this post