ভারত ছেড়েছেন হাসিনা, আশ্রয় নিয়েছেন আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের বাড়িতে।
ছাত্র-জনতার গণআন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই ছিলেন তিনি। ভারতে ঠিক কোন পরিচয়ে ছিলেন তা নিয়ে ধন্দে ছিলো ভারতও।
এর মধ্যেই জল্পনা উঠে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে। তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা তখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে, শেখ হাসিনা কীভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন? জবাবে ভারত নাকি বলেছে, খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন।
অবশেষে ভারতের খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত আরব আমিরাতকেই বেঁছে নিলেন গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক এই স্বৈরাচারী
Discussion about this post