ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর আমাদের পরিবর্তনের সুযোগ এসেছে। স্বাধীনতার তেপ্পান্ন বছরে যে পদ্ধতি ফেল করেছে, সে পদ্ধতিতে আর নির্বাচন চাই না। তিনি বলেন, আবার খুনিরা আসবে, চাঁদাবাজরা আসবে, স্টেশন-ঘাট দখলকারীরা আসবে, তাদের জন্য কেউ জীবন দেয়নি।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।ইসলামী আন্দোলনের জামালপুর জেলার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ।
Discussion about this post