বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দুবাইয়ের মারঘাম এলাকায় বজ্রসহ প্রবল বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে আল আইনের কাছাকাছি এলাকায় হালকা বৃষ্টি রেকর্ড করা হয়। শহরের কিছু অংশে ধুলোময় আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যায়।
ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, এই বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণ হলো একটি সারফেস লো-প্রেশার সিস্টেম এবং আর্দ্র দক্ষিণ-পূর্ব দিকের বাতাস। এর সাথে উপরিভাগের বাতাসের প্রবাহ যুক্ত হয়ে এমন সব বজ্রগর্ভ মেঘ (convective clouds) তৈরি করেছে, যা মাঝারি থেকে ভারী বৃষ্টি নামাতে সক্ষম।
এনসিএম আরও জানিয়েছে, আজ রাত ৮টা পর্যন্ত দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এর সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মোটরচালকদের সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে, কারণ হঠাৎ ঝোড়ো হাওয়া ধুলো ও বালি উড়িয়ে রাস্তায় দৃশ্যমানতা ব্যাপকভাবে কমিয়ে দিতে পারে।
Discussion about this post