অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ বাংলাদেশের আদালতের দেওয়া রায় শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেও প্রতিধ্বনি তুলেছে। এই রায় স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে-যত ক্ষমতাবানই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়।সোমবার (১৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ ও এখনও ক্ষত বয়ে বেড়ানো পরিবারগুলোর জন্য এই রায় অন্তত সীমিত আকারেই ন্যায়বিচারের স্বস্তি এনে দিয়েছে।
ড. ইউনূস আরও বলেন, বছরের পর বছর নিপীড়নে দুর্বল হয়ে পড়া গণতান্ত্রিক ভিত্তি পুনর্নির্মাণের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশ। যে অপরাধগুলোর বিচার হয়েছে— তরুণ ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ— তা আমাদের আইন ও রাষ্ট্র–নাগরিক সম্পর্কের মৌলিক ভিত্তিকে লঙ্ঘন করেছিল। এসব বর্বরতা বাংলাদেশের মূল মূল্যবোধ— মর্যাদা, দৃঢ়তা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার—কে আঘাত করেছে।


























