গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছের বাজারে প্রাইভেটকার ডুকে পড়ে। এতে চাপা পড়ে চন্দ্র দাস (৫৫) ও প্রতাপ চন্দ্র দাস (৩৫) দুই মাছ ব্যবসায়ী এবং আজিজুর রহমান (৮০) নামের এক পথচারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়ে চিকিতসাধীন আরও চারজন।
শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত সন্ধ্যায় গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর মাছের বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মাছ ব্যবসায়ী নরেন চন্দ্র দাসের ছেলে হরেন চন্দ্র দাস একই গ্রামের মহেন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ্র দাস এবং পথচারী চাঁদপুর সিংড়া গ্রামের মৃত এনায়েত মিয়ার ছেলে আজিজুর রহমান।
স্থানীয়রা জানান, একটি প্রাইভেটকার (ঢাকা মোট্রে-ব ২১-১৭০২) দ্রুতগতিতে গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর মাছের বাজারে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে হরেন চন্দ্র দাস ও প্রতাপ চন্দ্র দাস নামের দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়। এসময় স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করে পুলিশে খবর দেয়। তবে, চালক সুকৌশলে পালিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলাম শাহ্ বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে নিকটবর্তী স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানে দুজনের অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শে তাদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আজিজুর রহমানের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, প্রাইভেটকারটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
জেআই/
Discussion about this post