মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শনিবার (২৩ আগস্ট) চাঁদ দেখা গেলেও সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা যায়নি। এবার আমিরাতে সোমবার (২৫ আগস্ট) থেকে ইসলামি বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়াল শুরু হবে। সেই হিসেবে আগামী ১২ রবিউল আউয়াল শুক্রবার (৫ সেপ্টেম্বর) আমিরাতে ঈদে মিলাদুন্নবী পালিত হবে।রোববার (২৪ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র এ ঘোষণা দিয়েছে।
এ বছর সৌদি আরব ও আমিরাত একই দিনে রবিউল আউয়াল শুরু করছে না। সৌদিতে মাস শুরু হয়েছে রোববার (২৪ আগস্ট) থেকে, আর আমিরাতে শুরু হচ্ছে সোমবার (২৫ আগস্ট) থেকে।খালিজ টাইমসসের খবরে বলা হয়, রোববার (২৪ আগস্ট) রবিউল আউয়াল শুরু হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- ইরাক, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ফিলিস্তিন, মিসর, তিউনিসিয়া।
Discussion about this post