সম্প্রতি, ঢাকার একটি জাতীয় কাউন্সিলে সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাআতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এই কাউন্সিলে সারা দেশের শীর্ষ পীর-মাশায়েখ, আলেম এবং ইসলামী স্কলাররা অংশগ্রহণ করেন।
নতুন এই কমিটিতে শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফীকে চেয়ারম্যান, আল্লামা আবুল কাশেম নুরীকে নির্বাহী চেয়ারম্যান এবং প্রফেসর ড. আব্দুল্লাহ আল মারুফ আল আজহারী আল মাদানীকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত এই কমিটিকে অনেকেই ভারসাম্যপূর্ণ ও চমকপ্রদ হিসেবে মন্তব্য করেছেন।
নবনির্বাচিত কমিটির গুরুত্বপূর্ণ পদসমূহ:
চেয়ারম্যান: আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী
নির্বাহী চেয়ারম্যান: আল্লামা আবুল কাশেম নূরী
মহাসচিব: প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মারুফ আল আজহারী আল মাদানী
যুগ্ম-মহাসচিব: আল্লামা আবুল কাশেম ফজলুল হক, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, ও আল্লামা মাসুদ হোসাইন আল কাদেরী
সাংগঠনিক সচিব: মুফতী গিয়াস উদ্দীন তাহেরী
এছাড়াও, কমিটিতে মজলিসে খাসে আহলে সুন্নাতের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ এবং কো-চেয়ারম্যান হিসেবে দেশের শীর্ষ আলেমগণ রয়েছেন।
কাউন্সিলে উলামায়ে একরামগণ ঐক্যবদ্ধ হয়ে দ্বীন, ইসলাম, মাযহাব এবং মিল্লাতের সুরক্ষায় কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সম্মিলিতভাবে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপনেরও সিদ্ধান্ত নেন। নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
Discussion about this post