এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অগ্রযাত্রায় তাদের পাশে দাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের সংগঠন হাটহাজারী সমিতি। সোমবার জাগৃতি’র ব্যবস্থাপনায় জাগৃতি স্পোর্টস জোন নুরুল আলম চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের প্রণোদনা প্রদান জাগৃতি’র সভাপতি মোঃ ওসমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ তৈয়ব চৌধুরী।
সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চবি’র প্রফেসর ডক্টর ফুয়াদ হাসান। অন্যান্যদের মধ্যে ছিলেন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠান প্রধান মোঃ গিয়াস উদ্দিন, মীর নোয়াবুল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা, সমাজসেবক অ্যাডভোকেট মোঃ ইসমাইল, জাগৃতি’র হিসাব নিরীক্ষক মোহাম্মদ ওসমান গনি, সাবেক সভাপতি লোকমান চৌধুরী, কামালপাড়া যুব সংঘের সভাপতি মোহাম্মদ ওসমান, হাটহাজারী খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী মানিক, সহ-সভাপতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান প্রমুখ।
Discussion about this post