বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা।
রবিবার (২৫ আগস্ট) মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করে ফজলুর রহমান শহীদের রক্তকে অবমাননা করেছেন। তাদের দাবি, “দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে ছাত্র জনতা প্রাণ দিয়েছে। সেই রক্ত শুকানোর আগেই তিনি আবার ফ্যাসিস্ট আচরণ করছেন।”
তারা আরও বলেন, “বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে দেওয়া হবে না। ২৪-এর আন্দোলনকে যারা স্বীকার করবে না, তাদের এ দেশে রাজনীতি করার সুযোগ নেই। ৭১ ও ৫২-কে যেমন ভূলুণ্ঠিত করা যায়নি, ২৪-কেও ভূলুণ্ঠিত হতে দেওয়া হবে না।”বিক্ষোভকারীরা ফজলুর রহমানকে দ্রুত গ্রেফতার করে কারাগারে নেওয়ার দাবি জানান। অন্যথায় তার বাসার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
Discussion about this post