ভারত-বাংলাদেশ-পাকিস্তান এবং ইউক্রেনের আট বন্ধু মিলে আমিরাতে জিতেছেন বিগ টিকিটের লটারি। তারা দীর্ঘদিন ধরেই একসঙ্গে টিকিট কিনছিলেন। অবশেষে লটারি জেতার আশা পূরণ হয়েছে তাদের।রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
লটারির এ টিকিটটি কিনেছিলেন জাকির হোসেন নামে এক ভারতীয়। যেহেতু তারা দলবদ্ধভাবে টিকিট কিনতেন। তাই তার কেনা টিকিটের টাকা সবাই ভাগ করে নেবেন।গালফ নিউজ জানিয়েছে, ৫৩ বছর বয়সী জাকির হোসেন গত ২৫ জুলাই আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকিটটি কেনেন। ভারতের কেরালার এ বাসিন্দা এক যুগেরও বেশি সময় ধরে লটারির টিকিট কিনছিলেন। সর্বশেষ ড্রতে তার টিকিটের নাম্বারটি ওঠে। এতে তিনি পুরস্কার হিসেবে পান ৫০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ১২ লাখ টাকার সমান।জাকির হোসেন বলেছেন, “আমি জেতার কথা জানতে পেরে খুবই অবাক হয়েছি। ওই সময় আমি ভারতে ছিলাম। এক বন্ধু আমাকে লটারি জেতার খবরের স্ক্রিনশট পাঠায়।”তিনি আরও বলেছেন, “আমি আমিরাতে ২৭ বছর ধরে আছি। আমি ২০১৬ সালে বিগ টিকিটের কথা জানতে পারি। করোনার আড় পর্যন্ত একাই টিকিট কিনতাম। এরপর বন্ধুদের সঙ্গে দলবদ্ধ হয়ে টিকিট কেনার সিদ্ধান্ত নেই। ১০ বছরের অপেক্ষা। অবশেষে সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নাম।”
যে আটজন মিলে টিকিট জিতেছেন তারমধ্যে বাংলাদেশ, ইউক্রেন আর পাকিস্তানের একজন করে রয়েছেন। আর জাকিরসহ বাকি পাঁচজন ভারতের নাগরিক। অর্থের পরিমাণ কম হলেও নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার বিষয়টিই বেশি আনন্দের বলে জানিয়েছেন জাকির।
Discussion about this post