ফেনীর ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের দুলা মিয়া মজুমদার বাড়ির কন্যা মাইমুনা আক্তার লিজা সাইবার নিরাপত্তা খাতে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নজির গড়েছেন। সম্প্রতি তিনি পেয়েছেন “Gulf IT Network Distribution Leadership Excellence Award 2025”।
২০০৩ সালে বাবা-মায়ের সঙ্গে দুবাই পাড়ি জমান মাইমুনা। প্রথমে রিয়েল এস্টেট খাতে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় আগ্রহী হয়ে বর্তমানে কাজ করছেন Gulf IT Network Distribution-এ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন—
“নতুন খাতে প্রবেশের জন্য কৌতূহল, স্থিতিশীলতা ও শেখার আগ্রহ অপরিহার্য।”
ক্যারিয়ার পরিবর্তনে নেটওয়ার্কিং ও ক্লায়েন্ট সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরুষ-প্রধান খাতে নারীর সাফল্যের জন্য আত্মবিশ্বাস, দক্ষতা ও অধ্যবসায় অপরিহার্য।
তিনি শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন। মোবাইল ব্যবহারে নজরদারি, প্যারেন্টাল কন্ট্রোল এবং খোলামেলা আলোচনার ওপর জোর দেন তিনি।
অনলাইন প্রতারণা থেকে বাঁচতে সাধারণ ব্যবহারকারীদের উদ্দেশে তিনি বলেন—
“অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না, শক্তিশালী পাসওয়ার্ড ও দুই স্তরের নিরাপত্তা ব্যবহার করুন, সফটওয়্যার আপডেট রাখুন।”
ব্যবসায়িক পটভূমি থেকে যারা সাইবার নিরাপত্তায় আসতে চান, তাদের জন্য তিনি বিশ্লেষণাত্মক চিন্তা, ঝুঁকি ব্যবস্থাপনা, দলগত কাজ ও টেকনিক্যাল জ্ঞান (নেটওয়ার্ক, ডেটা সুরক্ষা, এনক্রিপশন) অর্জনের পরামর্শ দেন।
দুবাইয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মাইমুনা বলেন—
“প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সাইবার ঝুঁকিও তত বাড়ছে। দুবাইকে বলা হয় Land of Opportunity। দক্ষতা থাকলেই এখানে এগিয়ে যাওয়া সম্ভব।”
Discussion about this post