আবারো দেশের নাম উজ্জ্বল করলেন দুই বাংলাদেশী শিক্ষার্থী হুজাইফা আওয়াদ ও আব্দুল্লাহ আল ফারুক। মিসরের বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ‘আরবী ভাষা ও সাহিত্য’ ফ্যাকাল্টির অধীন ‘হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন’ বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘কুল্লিয়্যা’ প্রথম বর্ষের বার্ষিক ফলাফলে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন তারা।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আল-আজহার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানায়। ওয়েবসাইটের তথ্যমতে- এই পরীক্ষায় আব্দুল্লাহ আল ফারুকের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মিসরের আব্দুল্লাহ মুস্তফা শাহহাত। আর তৃতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ শাওকী শাহীদ। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় হাজারখানেক শিক্ষার্থীকে পেছনে ফেলে নিজ নিজ দেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরার কীর্তি গড়লেন এই চার তরুণ।
গত ২৮ জুন শেষ হওয়া এই পরীক্ষায় প্রথম হওয়া হুজাইফা আওয়াদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদরে। তার বাবা মোহাম্মদ নাজমুল হক সদর থানার রেইলপাড়া এলাকার বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা সদরের এগ্রিকালচার ডিপার্টমেন্টের সরকারি কৃষি কর্মকর্তা। হুজাইফা আওয়াদ রাজধানীর মোহাম্মদপুরস্থ ‘জামিয়াতুল উলুমিল ইসলামিয়া’য় ও এরপর ভারতের দারুল উলুম দেওবন্দে পরপর দুইবার দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তিনি ২০২০ সালে আল-আজহারে পড়ার জন্য মিসর গমন করেন। আর দ্বিতীয় স্থান অর্জনকারী আব্দুল্লাহ আল ফারুকের বাড়ি গাজীপুরে। তার বাবার নাম মাওলানা হাবিবুল্লাহ।
Discussion about this post