মুহাম্মাদ শোয়াইব : সংযুক্ত আরব আমিরাত আর জিম্বাবুয়েতে ৫০ টন খাদ্য সামগ্রী বহনকারী একটি বিমান পাঠিয়েছে। হাজার হাজার পরিবার বিশেষ করে নারী শিশু ও বয়স্কদের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর মৌলিক ও প্রয়োজনীয় চাহিদা পূরণার্থে সংযুক্ত আরব আমিরাত এই ত্রাণ সামগ্রী পাঠায়।
জিম্বাবুয়েতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী কাসেমী বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মূর্ত প্রতীক হিসাবে এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়। মানবিক ভূমিকা ও আফ্রিকান বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে সহযোগিতা ও তারা যে মানবিক সংকটের মুখোমুখি হয়েছে তা নিরসনের অংশ হিসেবে এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে বলে জানানো হয় সংযুক্ত আরব আমিরাত এর পক্ষ থেকে।
রাষ্ট্রদূত আরো বলেন, জিম্বাবুয়ে হচ্ছে প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা সংযুক্ত আরব আমিরাতের কোভিড ভ্যাকসিন এর মাধ্যমে উপকার হাসিল করেছিল। করোনা নিয়ন্ত্রণের সংযুক্ত আরব আমিরাতের পাঠানো ভ্যাকসিন থেকে আট হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী উপকৃত হয়।
সূত্র: আল বায়ান
Discussion about this post