সমুদয় প্রশংসা মহামান্য আল্লাহর জন্য, যিনি তাঁর বান্দাদের উপর কল্যাণ, বারাকাহ ও পবিত্র রিজিক দান করেছেন।
আমরা সাক্ষ্য দিচ্ছি যে মহানবী মুহাম্মদ ﷺ আল্লাহর বান্দা ও রসুল।
একটু আগে আমরা বৃষ্টির নামাজ সম্পাদন করলাম। আমরা দোয়া করেছি যেনো আল্লাহ আমাদের উপর আকাশ থেকে বারাকাহ নাজিল করেন — এই বিশ্বাস রেখে যে, তিনি সবকিছুই পারেন তাঁর অসীম রহমতে। কেননা, তাঁর অনুমতি ছাড়া মেঘ কখনোই বৃষ্টি বর্ষণ করবে না।
আল্লাহ বলেন, “আমি আকাশ থেকে পানি নাজিল করি এবং তদ্বারা উদ্যান ও শস্য উদগীরণ করি।”
(সূরা ক্বাফ, আয়াত ৯)
বৃষ্টি নিয়ে মহানবী ﷺ বলেন, “বৃষ্টি না হওয়াটা দুর্ভিক্ষের কারণ নয়, বরং উপর্যুপরি বৃষ্টির কারণে ফসল উৎপাদন না হওয়াটা দূর্ভোগের কারণ।”
(ছহীহ মুসলিম ২৯০৪)
বুঝা গেলো যে, বরকত কম জিনিসের মধ্যেও পাওয়া যায়। বরকত লাভের জন্য দোয়ার বিকল্প নেই।
সাইয়্যিদুনা নূহ (আঃ) দোয়া করেন এভাবে — “হে রব! আমাকে মোবারক অবতরণের স্থানে অবতরণ করান।”
(সূরা আল মু’মিনুন, আয়াত ২৯)
আল্লাহ তাঁর প্রিয় নবী সাইয়্যিদুনা ইব্রাহিম (আঃ) সম্পর্কে বলেন — “আমি তাঁর এবং তাঁর সন্তান ইসহাকের উপর বরকত নাজিল করেছি।”
(সূরা আস-সাফফাত, আয়াত ১১৩)
সাইয়্যিদুনা ঈসা (আঃ) বলেন — “আমি যেখানেই থাকিনা কেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন।”
(সূরা মারইয়াম, আয়াত ৩১)
প্রিয় ভায়েরা!
আল্লাহর কাছ থেকে বরকত লাভের চেষ্টা করুন পাঁচ ওয়াক্ত নামাজ ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
আল্লাহ বলেন, “কুরআন থেকে যতোটুকু সহজ লাগে পড়ো।”
(সূরা আল মুজ্জাম্মিল, আয়াত ২০)
কুরআন নিয়ে চিন্তা ভাবনা ও গবেষণা করুন।
আল্লাহ বলেন, “আমি আপনার প্রতি বরকতময় এ কিতাব অবতীর্ণ করেছি, যেনো তারা গভীরভাবে চিন্তা করে।”
(সূরা ছাদ, আয়াত ২৯)
সঠিকভাবে যাকাত আদায় করুন। নচেৎ বৃষ্টি হবেনা।
রসুলে করিম ﷺ বলেছেন, “যখন মানুষ সম্পদের যাকাত দেয় না, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন।”
(ছহীহুল জামে ৭৯৭৮)
রসুল ﷺ দোয়া করেছিলেন — “হে আল্লাহ! আমার উম্মতের জন্য দিনের শুরুটা বরকতময় করুন।”
(সুনানে আবু দাউদ ২৬০৬)
রসুল ﷺ বলেন — “যখন তুমি ঘরে যাও, পরিবারকে সালাম দাও; এখানে তোমার ও তোমার পরিবারের জন্য বরকত নিহিত।”
(সুনানে তিরমিজি ৫৮৯)
প্রিয় নবীজী ﷺ দোয়া করতেন — “ইয়া আল্লাহ! আপনি আমাকে যা কিছু দিয়েছেন, সেখানে বরকত দান করুন।”
(সুনানে আবু দাউদ ১৪২৫)
ইয়া আল্লাহ! আমাদের কাজে, ঘরে-বাইরে, চাকরিতে, ব্যবসায়, সন্তান ও পরিবারে বারাকাহ দান করুন। আমিন।
আমাদের মা-বাবাকে ক্ষমা করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
খতীব: সাইফুল্লাহ মেহরুজ্জামান
মসজিদ: আবদুল্লাহ আল-সানি গভর্নমেন্ট জামে মসজিদ
স্থান: সাইফ জোন, শারজাহ, আমিরাত