ভারতের রাণীনগর এলাকায় দেলওয়ারা বিবি (৪৭) নামের এক বাংলাদেশি নারী বেড়াতে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এনিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার (১ জানুয়ারি) রাণীনগরের বাহারপাড়া এলাকায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতের বাড়ি বাংলাদেশর রাজশাহী জেলার কুরকুরি হাটের উজিরপুকুর এলাকায়।
জানা যায়, প্রায় দেড় মাস আগে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন দেলোয়ারা বিবি। ওই আত্মীয়ের পরিবার সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী এলাকায় এক ব্যক্তির মৃত্যুর খবর শুনে তার বাড়ি যান দেলোয়ারা। সেই মরদেহ দেখে আত্মীয়ের বাড়ি ফিরে এসে বাথরুমে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এমন অবস্থায় তাকে সেখান থেকে প্রথমে রাণীনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ডোমকল মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
জেআই/
Discussion about this post