জাপানের টোকিওতে হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের রানওয়েতে একটি উড়োজাহাজ অবতরণকালে তাতে আগুন ধরে যায়। স্থানীয় সময় আজ মঙ্গলবার সন্ধ্যায় এ আগুন লাগে।
যাত্রী ও ক্রু মিলে উড়োজাহাজটিতে থাকা ৩৭৯ জনকে নিরাপদে বের করে আনা হয়। খবরটি বিবিসি বাবদ সমকাল অনলাইন থেকে জানা যায়।
দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার এনএইচকে ফুটেজে দেখা যায়, রানওয়েতে অবতরণের সময় উড়োজাহাজটির জানালা ও নিচ দিক থেকে আগুন বের হয়। রানওয়েতেও বিস্তারলাভ করে আগুন।
জাপানের হোক্কাইডো দ্বীপপুঞ্জের সাপ্পোরো থেকে আসা উড়োজাহাজটি কোস্টগার্ডের একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কা খায়। ফলে এতে আগুন ধরে যায়।
জেআই/
Discussion about this post