আসতাগফিরুল্লাহ। আসতাগফিরুল্লাহ। আসতাগফিরুল্লাহ। আসতাগফিরুল্লাহ। আসতাগফিরুল্লাহ। আসতাগফিরুল্লাহ। আসতাগফিরুল্লাহ। আসতাগফিরুল্লাহ। আসতাগফিরুল্লাহ।
আসতাগফিরুল্লাহাল হাইয়্যাল ক্বইইউমা ওয়া আতুবু ইলাইহ।
সকল প্রশংসা মর্যাদাপূর্ণ আরশের মালিক আল্লাহর জন্য। মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর রহমত ছড়িয়ে দেন। তিনিই প্রশংসিত অভিভাবক।
সূরা আশ শুরা ২৮
আমি সাক্ষ্য দিচ্ছি যে মহানবী সাঃ আল্লাহর বান্দা ও রসুল।
“যে বান্দা আল্লাহকে ভয় করে, তার জন্য পথ খুলে দেয়া হয় এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেয়া হয়, যা’ সে কল্পনায় করতে পারেনা।”
– সূরা আত ত্বলাক ২-৩
হে সম্মানিত ভায়েরা, যারা তাওবা করতঃ ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর দিকে তাঁর রহমত ও বরকত পাওয়ার জন্য বৃষ্টির নামাজ আদায় করতে ঘর থেকে বের হয়েছেন এবং আপনারা বিশ্বাস করেন যে কল্যাণ দান করা একমাত্র তাঁর (আল্লাহর) হাতেই। দোয়া হচ্ছে সাহায্য লাভ করার চাবিকাঠি।
মহানবী সাঃ বলেন, “আল্লাহর নিকট দোয়ার মতো উত্তম ও সম্মানের আর কোন কিছুই নেই।”
– সুনানে তিরমিজি ৩৩৭০
সাইয়্যিদুনা মুসা আঃও তাঁর উম্মতের জন্য বৃষ্টির দোয়া করেছিলেন।
সূরা আল বাক্বারা ৬০
মহানবী মুহাম্মদ সাঃও বৃষ্টির জন্য দোয়া করেন। দোয়া শেষে মিম্বর থেকে নামার আগেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং আল্লাহর সাহায্য নেমে আসে।
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
ইয়া আল্লাহ! আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমরা তাওবা করছি। আমাদের জন্য আপনার রহমতের বৃষ্টি নাজিল করুন। আমাদের সবকিছু সহজ করে দিন। আমাদের মা বাবাদের গুনাহ ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
বি:দ্রঃ
শারজাহ’য় বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হবে ১১:৩০ এবং দুবাইতে ১২:৪৫
সাইফুল্লাহ মেহরুজ্জামান
খাতিব
আবদুল্লাহ আত থানী সরকারি জামে মসজিদ
শারজাহ, সংযুক্ত আরব আমিরাত