পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ও গায়ক ড. মাহফুজুর রহমান। তিনি বর্তমানে মক্কায় অবস্থান করছেন। রবিবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ড. মাহফুজুর রহমানের ঘনিষ্ঠজন অভিনেতা ডি এ তায়েব।
ফেসবুকে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্যার ওমরা হজ পালন করছেন। সারা মুসলিম জাহানের জন্য তিনি দোয়া প্রার্থনা করছেন। সেই পোস্টের সঙ্গে কিছু ছবি জুড়ে দেন তায়েব। যেখানে সাদা পাঞ্জাবি গায়ে মাহফুজুর রহমানকে দেখা যায়।
এদিকে, আসছে ঈদে একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। ‘তুমি আমার প্রেয়সী’ নামে অনুষ্ঠানে তাকে গান গাইতে দেখা যাবে। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। আর কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। ঈদের দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে।
Discussion about this post