বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ইসরায়েল থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে তুরস্কে পৌঁছান তিনি।
এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অন্যান্য জিম্মিদের সঙ্গে শহিদুল আলমকে তুরস্কে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। শহিদুল আলমকে বহনকারী টিকে-৬৯২১ বিমান তুরস্কের স্থানীয় সময় দুপুর আড়াইটায় ইসতাম্বুলে অবতরণ করবে। শহিদুল আলমকে মুক্তি পেতে সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক।