ঝিনাইদহ শহরে সড়ক দুর্ঘটনায় সেলিম মিয়া নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেলিম সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলফালাহ হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, নিহতের পরিবার ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের সাথে কথা বলে সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এই সাংবাদিকের মৃত্যুতে প্রেসক্লাবের সকল সদস্যই শোকাহত।
জেআই/
Discussion about this post