সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মহামান্য শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম নোবেল রসায়ন পুরস্কার অর্জনের অসাধারণ সাফল্যের জন্য জর্ডানীয় অধ্যাপক ওমর ইয়াঘিকে অভিনন্দন জানিয়েছেন।
অধ্যাপক ইয়াঘি গত বছর ‘গ্রেট আরব মাইন্ডস’ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
এক্স (X) অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে শেখ মোহাম্মদ লিখেছেন:
“এক বছর আগে আমরা অধ্যাপক ওমর ইয়াঘিকে প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে ‘গ্রেট আরব মাইন্ডস’ পুরস্কারে সম্মানিত করেছিলাম। আজ আমরা তাকে রসায়নে নোবেল পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন:
“আমরা অধ্যাপক ওমরকে অভিনন্দন জানাই — এবং তার আগেই আমরা গোটা আরব বিশ্বকে অভিনন্দন জানাই এই অসাধারণ মেধাবীদের জন্য, যারা আমাদের অন্য জাতির সামনে গর্বিত করে তোলে। আরব বিশ্ব প্রতিভা ও জ্ঞানে সমৃদ্ধ। আমাদের বার্তা হলো — নিজেদের প্রতি, আমাদের যুব সমাজের প্রতি এবং আমাদের বিজ্ঞানীদের প্রতি আস্থা ফিরিয়ে আনা।”
ভাইস প্রেসিডেন্ট আরও যোগ করেন:
“‘গ্রেট আরব মাইন্ডস’ পুরস্কার এবং আমাদের সব মানবিক ও সভ্যতামূলক উদ্যোগের মাধ্যমেই আমরা এই বার্তাই পৌঁছে দিতে চাই।”