জাসেদুল ইসলাম, আরব আমিরাত:::
আবুধাবি মুসাফফা ৫নং ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল-আকসা কার এক্সসরিজ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৫ডিসেম্বর) বাংলাদেশ সমিতির ইউএই’র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ফিতা কেটে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, তরুণ প্রবাসী সত্ত্বাধিকারী সালাউদ্দীন কাদের ফরহাদ, মোহাম্মদ হারুন, ব্যবসায়ী কমিউনিটি নেতা আবু নাছের চৌধুরী সাংবাদিক মোদাচ্ছের শাহ, ফয়সাল, নাইম চৌধুরী, সাইম চৌধুরী, ঈমন’ মিজানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
প্রবাসী ব্যবসায়ীরা জানান, ‘আমিরাতে ব্যবসার যথেষ্ট সুযোগ রয়েছে। সততা ও কর্মদক্ষতা দিয়ে ব্যবসায় সফল হওয়া সম্ভব। তরুণরা প্রবাসে এসে চাকুরির পাশাপাশি যৌথ ব্যবসা চালু করার সুযোগ রয়েছে।’
জেআই/
Discussion about this post