সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমিরাত সংবাদ সাধারণ প্রবাসীদের কণ্ঠস্বর বলে মন্তব্য করেছেন দুবাই বাংলাদেশ কনসুলেট নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। শনিবার আরব আমিরাতে শারজার স্থানীয় রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত আমিরাত সংবাদের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রথম অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পারভিন জলির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমিরাত সংবাদ সম্পাদক মুহাম্মাদ ইছমাইল। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক ইশতিয়াক আসিফ।
প্রধান অতিথি আরো বলেন আমিরাত সংবাদ নিদিষ্ট বৃত্তের বাইরে এসে সাধারণ প্রবাসীদের জন্য যে কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসা করার মত। তিনি আরো বলেন সংবাদ মাধ্যমের বড় দায়িত্ব হচ্ছে সত্যকে তুলে ধরা। সত্যকে আহবান করা। সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রন করা অন্যায়। তাই সব সময় সত্য খবর প্রচার করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড মাওলানা আবদুস সালাম, ফরিদপুর সমিতি ইউ এ ই সভাপতি মুকুল আহমেদ, ডা তানিয়া, মানবিক ফেরিওয়ালা এম জাহিদ হাসান। বাংলাদেশী কৃতি শিক্ষার্থী আরিক হায়দার। আবদুল মোতালেব, আবুধাবি প্রবাসী মাজহারুল ইসলাম, মাহমুদুল হাসান প্রমুখ।
সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন।
আমিরাত সংবাদ ফোরাম সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন সুমন অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।
এছাড়া আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Discussion about this post