বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ ইউএইর এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আজমানের স্পাইস হাউস রেষ্টুরেন্টের হল রুমে কমিটির সভাপতি কামাল হোসাইন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ ইসমাইল ও নাজমুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কন্সুলেটে নিযুক্ত মান্যবর কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন,পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে। প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশের নতুন প্রজন্মকে কোরআন আরবির পাশাপাশি বাংলা অনুবাদ পড়ার সুযোগ করে দিলে এই গ্রন্থের মূল লক্ষ্যে পৌঁছা যাবে এবং এটি তাদের আদর্শ জীবন গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রতিযোগিতার যুগ্ম আহবায়ক কাজী ইসমাইল বাংলাদেশ বিবিএফ এর সাধারণ সম্পাদক কবি ওবায়দুল হক এবং সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম শামীমসহ আরো অনেকে।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সমিতি শারজাহ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফুজাইরা বাংলাদেশ সমিতির সভাপতি তপন সরকার, দুবাই বাংলাদেশ সমিতির সভাপতি সভাপতি অধ্যাপক এম এ সবুর চৌধুরী, আজমান বাংলাদেশ সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ইব্রাহীম ওসমান আফলাতুন (সি আই পি), রাস আল খাইমাহ বাংলাদেশ সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ড. আবুল ফজল সহ নানা পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো আমিরাত সংবাদ।
বাংলাদেশ বিজনেস ফোরাম’র সভাপতি কামাল হোসাইন সুমন বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে ইসলাম ও কোরআনের ভালবাসা সৃষ্টি করতে এই প্রয়াস। আগামীতে সকলের সহযোগিতা পেলে আরো বড় আকারে এ প্রতিযোগিতার আয়োজনের কথা বলেন।
প্রতিযোগিতায় সমগ্র আমিরাত থেকে শতাধিক বাংলাদেশি শিশু কিশোর কিশোরী অংশ গ্রহন করে। দুই গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে ইসমাইল মাহমুদ এবং জুনিয়র গ্রুপে সাফা কামাল প্রথম স্থান অর্জন করেছে।
Discussion about this post