নাট্যকার কাজল আরেফিন অমি কে অগ্রিম মোবারকবাদ ও আন্তরিক অভিনন্দন “Bachelor রমজান “ ঈদ নাটকে তরুনদের নৈতিক চরিত্র গঠনে আহ্বান জানানোর জন্য।
ইতিমধ্যে “Bachelor Point “ তরুন দের মাঝে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে দীর্ঘ ৪ বছর যাবত। নাটকটি তরুন,যুবকদের সুখ দুঃখ আনন্দ,হাসি কান্না নিয়ে …।
৩০ দিন রোজা রাখার পর পবিত্র ঈদে রমজানের শিক্ষা বা ঈদের আনন্দ নিয়ে তেমন কিছু থাকে না বলে দর্শকরা হতাশ থাকেন।
তবে প্রিয় ভাই কাজল আরেফিন অমি তরুনদের জনপ্রিয় নাটকে রমজান ও ঈদে নিয়ে আসাতে তাকে ও তার টিম কে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাতে হয় ,আশা করি নাটকটি দেখে দর্শকদের মাঝে রমজান ও ঈদের আনন্দ প্রবাহমান হবে। ঈদের আনন্দ সবার ভালই কাটবে। এমনি ভাবে সকল টিভি চ্যানেল গুলো পবিত্র ঈদের সম্মানে ৭ দিন ব্যাপী রমজান ও ঈদুল ফেৎর ও ঈদুল আজহার আনন্দ এবং নানা শিক্ষা ও দিক (সুখ দুঃখ হাসিকান্না) তুলে ধরে ৭ দিন ব্যাপী ১ ঘন্টার নাটক প্রচার করলে ক্ষতি কোথায়?
২৪ ঘন্টায় ৭ দিন ব্যাপী ঈদের অসিলায় দর্শকদের কত কিছুই দেখানো হয় ৪২ টা টিভি চ্যানেলে। সেখানে ঈদ বা ঈদের আনন্দ বলে কিছুই থাকে না। মুসলিম জনপদে ৩০ দিন রোজা পালন করার পর দর্শকদের চাঁন রাত থেকে চ্যানেল গুলো রোজার শিক্ষার সাথে প্রতারনা করতে উদ্বুদ্ধ করে থাকে যা সত্যি দুঃজনক। এব্যাপারে দর্শকগন জিম্মী হয়ে পড়ে। তাই সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ ঈদে ৭ দিন ব্যাপী অন্তত পক্ষে ১ ঘন্টা দয়া করে মুসলিমদের ঈদ আনন্দ হাসি কান্না দুঃখ বেদনা নিয়ে বিনোদন ও শিক্ষামূলক নাটক, ম্যাগাজিন প্রচার করুন।মুসলিম জন পদে আমাদের সংস্কৃতি কৃস্টি ও সৃজনশীলতা দেখতে পেলে দর্শকরা খুবই আনন্দিত হবে।
উলেখ্য ২০০৪/২০০৫ দুই বছর “বিনোদন জুমাবার নামে “ মুসলিম কৃস্টি সংস্কৃতি তাহজিব তমুদ্দুন তুলে ধরে নাটক প্রচারের প্রয়াস নিয়েছিলাম বাংলাদেশের প্রথম স্যালাইট চ্যানেল ATN Bangla তে। প্রিয় ভাই কাজল আরেফিন অমি এর নাটক “ Bachelor রমজান” এর সফলতা ও শুভ কামনা রইলো. ঈদ মোবারক .
লেখক: আরকানুল্লাহ হারূনী
Discussion about this post