দীর্ঘ দুই বছর করোনা সংকট কাটিয়ে স্বস্তি ও স্বাভাবিক পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে দেশে ছুটছেন প্রবাসীরা। কিন্তু বিমানের টিকিটের দাম বেশি হওয়ায় দেশে যেতে পারবে না অনেক সাধারণ প্রবাসী!
ঈদের মৌসুমে যাত্রীদের চাপ বেশি হওয়ায় বিমানে ভাড়াও ক্লাস বেধে বেড়েছে অন্য সময়ের তুলনায় দ্বিগুণ। ফলে মন চাইলেও ঈদ আনন্দ ভাগাভাগি করতে দেশে যেতে পারবেন না প্রবাসীরা!























