হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদরুল মুহতামীম শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টায় হাটহাজারী মাদরাসা প্রাঙ্গনে লাখো মুসল্লির অংশগ্রহনে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়।
শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর জানার নামাজে ইমামতি করেন তাঁর বড় ছেলে রাঙ্গুনিয়া পাখিয়ার টিলা কওমী মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মাদ আবু ইউসুফ।



























