সংযুক্ত আরব আমিরাতের বাংলা ভাষাভাষী প্রবাসীদের কণ্ঠস্বর বহুল আলোচিত অনলাইন সংবাদ মাধ্যম ‘আমিরাত সংবাদ’র উদ্যোগে এবং আমিরাত সংবাদ পাঠক ফোরামের আয়োজনে আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী পিঠা উৎসব-২০২৪।
বাংলাদেশ এসোসিয়েশন শারজাহ (বিএএস) প্রঙ্গনে থাকছে শীতকালীন দেশীয় পিঠার সমাহার। কোন এন্ট্রি ফি ছাড়াই দর্শনার্থীরা অংশগ্রহণ করা যাবে এই উৎসবে। সেরা ৩ স্টল বিক্রেতা পাবেন তিন গ্রাম, দুই গ্রাম ও দুই গ্রাম স্বর্ণসহ থাকছে আকর্ষণীয় পুরষ্কার সামগ্রি। দর্শনার্থীদের জন্য থাকছে বিমান টিকিট এবং স্মার্ট ফোনসহ অন্যান্য উপহার সামগ্রি।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেনসহ প্রমুখ।
জেআই/
Discussion about this post