সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চারা খেত থেকে অজ্ঞাত এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকা থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার পেছনের চারা খেতে (বীজতলা) অজ্ঞাতপরিচয় এক নারীর আধপোড়া মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে। এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি কোনো হত্যাকাণ্ড না আত্মহত্যা এ নিয়ে রহস্য দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হবে। নাম পরিচয়ের সনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জেআই/
Discussion about this post