গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ত। তবে সামগ্রিক অভিযান শেষ হলেই ফিরিয়ে দেয়া হবে।
এসময় তিনি আরও বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাংশে স্থল অভিযান শেষ হয়েছে। দক্ষিণ গাজায় চলমান অভিযান দ্রুতই শেষ হবে। সোমবার (১৫ জানুয়ারি) এক বিবৃতি ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা যুদ্ধকালীন সরকারের কাছে উপস্থাপন করেছিলাম, তিন মাসের মধ্যেই গাজা অভিযান শেষ হবে। তবে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি। গাজা উপত্যকার উত্তরাংশে স্থল অভিযান শেষ হয়েছে। দক্ষিণ গাজায় বা খান ইউনিসেও চলমান অভিযান দ্রুতই শেষ হবে। অভিযান শেষ হলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
গ্যালেন্ত বলেন, উত্তর গাজাতে হামাসের সামরিক স্থাপনা, সমরাস্ত্র তৈরির কারখানা ও গুপ্ত আস্তানাগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। ইয়াহিয়া সিনওয়ারসহ হামাসের শীর্ষ নেতারা দক্ষিণ গাজায় আত্মগোপন করেছেন। দক্ষিণ গাজায় আরও কিছুদিন ভারী অভিযান চালিয়ে তাদেরকে খুঁজে বের করা হবে।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, গাজা উপত্যকায় হামাসকে সম্পূর্ণ নির্মূলের আগ পর্যন্ত সেখানে অভিযান চলবে। তখন গ্যালেন্ত বলেছিলেন, আইডিএফকে যত ক্ষমতা লাগে তা দেওয়া হবে। বেশি সময় লাগলেও শেষে ইসরায়েলের চুড়ান্ত বিজয় হবে।
জেআই/আন্তর্জাতিক/আরটিভি/
Discussion about this post