মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে জনসংখ্যা সাড়ে তিন কোটি ছাড়িয়ে গেছে। সৌদির জাতীয় পরিসংখ্যান দপ্তর জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিক্স গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দপ্তরটি জানায়, সৌদির মোট জনসংখ্যার ৫৫ দশমিক ছয় শতাংশ স্থানীয় বাসিন্দা ও বাকি ৪৪ দশমিক ৪ শতাংশই প্রবাসী।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের মাঝামাঝি সময়ে সৌদির স্থানীয় বাসিন্দাদের সংখ্যা ছিল ১ কোটি ৯৬ লাখ। একই সময়ে দেশটিতে প্রবাসী বাসিন্দাদের সংখ্যা ছিল এক কোটি ৫৭ লাখ।
সৌদি সরকার বলছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ২০২৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সৌদিতে জনসংখ্যা বেড়েছে ১৬ লাখ। তার মধ্যে ৭৫ দশমিক ৬ শতাংশ প্রবাসী ও ২৪ দশমিক চার শতাংশ স্থানীয় বাসিন্দা।
মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরব। সাড়ে ২১ লাখ বর্গ কিলোমিটার আয়তনের দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ। সৌদি আরবের নাগরিকদের শতভাগ মুসলিম। সৌদি আরবের উত্তরে জর্দান ও ইরাক, উত্তরপূর্বে কুয়েত ,পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত, দক্ষিণ-পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত।
সৌদি আরব মূলত ৫টি আমিরাত বা রাজ্য বিভক্ত। সেগুলো হলো- নজদ, আরার, আসির, আহসা ও হেজাজ। আবদুল আজিজ ইবনে সৌদ ১৯৩২ সালে ৫টি রাজ্য নিয়ে সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ১৯০২ সালে নজদ, ১৯১৩ সালে আহসা, ১৯২১ সালে আরার, ১৯২৫ সালে হেজাজ ও ১৯৩০ সালে আসির নিজের নিয়ন্ত্রণে আনেন তিনি। সৌদি পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং আইনের ক্ষেত্রে ইসলামি আইনের অনুসরণ করা হয়। ইসলামের দুই পবিত্র মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়।
তথ্যসূত্র: সৌদি গেজেট
Discussion about this post