সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ওমর ফারুক টিপু নামে এক বাংলাদেশির। রোববার (১৩ জুলাই) রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ওমর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফজারী তালুকদার বাড়ির হাফেজ কালুর ছেলে।
জানা যায়, গত শুক্রবার (১০ জুলাই) রাত ১১টার দিকে রাস্ আল খাইমা স্থানীয় একটি সড়কে দুর্ঘটনায় পড়েন। পুলিশ এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। গত রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে একটি হাসপাতালের মর্গে রয়েছে।
Discussion about this post