মাসুদ নামে একজন রেমিটেন্স যোদ্ধার অকাল মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিয়ন।
ছুটিতে তিনি দেশে গিয়েছিল বেড়াতে। প্রত্যাশা ছিল আবারো ফিরবেন নিজ কর্মস্থানে। কিন্তু তা আর হয়ে উঠলো না।
তিনদিন পূর্বে তিনি ব্রেন স্ট্রোক করে রক্তক্ষরণ হলে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত ডাক্তাররা জানায় তার দুটি গুরুত্বপূর্ণ রগ ছিড়ে যায়। গতকাল অপারেশন করা হলেও শেষ রক্ষা আর হয়নি।
আজ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার গুমার মর্দ্দন ইউনিয়নে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে এবং এক ছেলে সন্তান রেখে যান।
Discussion about this post