দুপুরে সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানিয়েছেন।প্রেস উইং জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে সোমবার জুলাই গণঅভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে দুপুর ২টায় গণভবনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ফয়েজ আহম্মদ জানান, সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ব্রিফিং করবেন।এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে। এ উপলক্ষে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো করা হবে।
এসব কর্মসূচি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে বাস্তবায়ন করবে। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে।
Discussion about this post