মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৮ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় ইমিগ্রেশন বিভাগ। দেশটির জোহর বাহরু রাজ্য থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশের একজন নাগরিকও রয়েছেন।
গত বুধবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, জনসাধারণের কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় দুটি পৃথক স্থানে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। কাম্পুং মাজিদি এবং তামান আবাদের রাতের বাজারে অভিযান চালিয়ে ১৮ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার নাগরিকের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ বলেন, গ্রেপ্তার হওয়া ভিক্ষুকরা জনসাধারণের সহানুভূতি পাওয়ার জন্য তাদের শারীরিক অক্ষমতা প্রদর্শন করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করতেন।
তথ্যসূত্র: মালয় মেইল
Discussion about this post